কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শেখ হাসিনার কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা করায় এবং শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে (বুধবার ১৪) ও( বৃহস্পতিবার ১৫ আগস্ট ২৪) ২দিন ব্যাপী অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং কুতুবদিয়া-কক্সবাজার ২ এর সাবেক এমপি ও কুতুবদিয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী একথা বলেন, আমরা কোন সহিংসতা চাইনা,বিএনপি কোন সহিংসতার রাজনীতি করে না, বিএনপি গণতান্ত্রিক রাজনীতি করে, যারা এই দেশকে গণহত্যায় পরিণত করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। 


এই সময় আরোও বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম মোবারক হোসাইন,কুতুবদিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. ছালাম কুতুবী, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ছৈয়দ আহমেদ চৌধুরী, সহ-সভাপতি, আবু মুসা কুতুবী,বিএনপি সহ সভাপতি আবুল কালাম। লেমশীখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলম সিকদার, আলী আকবর ডেইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আকতার কামাল, আলী আকবর ডেইল ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ খান চৌধুরী, উপজেলা সাংগঠনিক সম্পাদক, কামরুল হাসান শিকদার,সাংগঠনিক সম্পাদক, রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান নাজেম উদ্দিন নাজু, শ্রমিক দলের সভাপতি, শাহাদাত হোসেন ভুট্টো, কুতুবদিয়া উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ুন কবির। উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম,আলী আকবর ড়েইল ইউনিয়ন যুবদলের আহবায়ক এম কাউসার হোসেন রিপন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইউসুফ নবী, দক্ষিণ ধুরুং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব, মোহাম্মদ এহাসান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মান্নান, ছাত্রনেতা ইফতেখার খালেদ প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024