|
Date: 2024-08-16 09:54:50 |
শ্যামনগরে সম্প্রীতি সমাবেশ
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শুক্রবার (১৬ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সসম্পাদকের আয়োজনে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে শ্যামনগর উপজেলার হিন্দু বৌদ্ধ খিৃস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদের উপজেলা এবং ইউনিয়ন নেতৃবৃন্দের অংশ গ্রহণে বিভিন্ন এলাকার আইন শৃঙ্খলা বিষয়ক ঘটনার বর্ণনা করা হয়।
সমাবেশে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক প্রবাসি ড.মনিরুজ্জামান মনির। তিনি বলেন সমগ্র এলাকার চিত্রটি নিয়ে দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহামানের সাথে আলোচনা করবেন।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলার সভাপতি রবীন্দ্র নাথ বিশ^াস, সাধারণ সম্পাদক এ্যাড. কৃষ্ণ পদ মন্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিৃস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলার আহবায়ক বিষ্ণু পদ মন্ডল, সদস্য সচিব কিরণ শংকর চ্যাটার্জী, যুগ্ম আহবায়ক শিক্ষক সনজিৎ দাশ, গোপালপুর রাধা গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ কৃষ্ণ সখা দাস ব্রক্ষ্মচারী, প্রভাষক পরিমল কুমার মন্ডল, মহাদেব চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক পরিমল কর্মকার, রনজিৎ দেবনাথ, প্রভাষক প্রীতিশ গায়েন, বিএনপি নেতা শফিকুল ইসলাম দুলু, সাংবাদিক সামিউল আযম মনির,আব্দুল হালিম প্রমুখ।
ছবি-শ্যামনগরে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখছেন যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক প্রবাসি ড.মনিরুজ্জামান মনির।
© Deshchitro 2024