|
Date: 2024-08-17 06:16:07 |
মৌলভীবাজারের বড়লেখায় ১৫ আগস্ট ঐতিহাসিক ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা, বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা পশ্চিম শাখা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় বর্ণি জামেয়া ইসলামীয়া মাদ্রাসার হলরুমে শহীদ আব্দুল মালেক স্মরণে ইসলামী শিক্ষা দিবস পালন করা হয়েছে।
এসময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা পশ্চিম এর সভাপতি কামরান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুস সামাদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন এবং দাসের বাজার ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল মুকিত।এসময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা পশ্চিম শাখার অর্থ সম্পাদক মুফিদুল ইসলাম ও সাহিত্য সম্পাদক কিবরিয়া আহমদ সহ আরও দায়িত্বশীল বৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ১৯৬৯ সালের ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আব্দুল মালেককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে তখনকার ছাত্র নামের সন্ত্রাসীরা। ‘শহীদ আব্দুল মালেক ইসলামী শিক্ষা আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। শহীদ আব্দুল মালেক! সে তো কোনো ব্যক্তির নাম নয়, একটি আন্দোলনের নাম। যে নাম ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীর হৃদয়ের মণিকোঠায় স্বর্ণাক্ষরে লেখা। যে নাম বিপ্লবী সুর সৃষ্টি করে, স্পন্দন জাগায় হৃদয়ে হৃদয়ে, স্বপ্ন জাগায় হাজারো যুবকের মনে। মালেক আজ পৃথিবীতে নেই, তবে উদ্ভাসিত হয়ে আছেন হাজারো নক্ষত্রের মাঝে।
এছাড়াও বক্তৃতারা ইসলামী শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেছেন উনাদের বক্তব্যে।
© Deshchitro 2024