চুকনগর শ্রী শ্রী সর্বমঙ্গলা মাতৃ মন্দির  তীর্থ  কমপ্লেক্স প্রাঙ্গনে  সনাতনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ই আগস্ট সকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খুলনা জেলা শাখার যুগ্ম আহবায়ক  বাবু রমেন রায় এর সভাপতিত্বে  সনাতনী  সমাবেশ অনুষ্ঠিত  হয়।উক্ত অনুষ্ঠানে আগামী তিন বছরের জন্য চুকনগর শ্রী শ্রী সর্বমঙ্গলা মাতৃমন্দির তীর্থ কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি পদে  সর্বসম্মতিতে বাবু রমেন রায় কে  নির্বাচিত করা হয়  । আসন্ন যুগ অবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি এবং শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজা পালন উপলক্ষে  আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটি  এবং পূজা উদযাপন কমিটির  উপদেষ্টা মন্ডলী সদস্য আশুতোষ  নন্দী , মহাদেব পাল, গৌতম মন্ডল, দিবস রায়, দুলাল সরকার,  মন্দির কমিটির সম্পাদক বাবু জয়দেব মন্ডল, পূজা উদযাপন  কমিটির সভাপতি বাবু জয়দেব আঢ্য,বাবু দেবব্রত রায়, গোবিন্দ রায়, সাংবাদিক দীপ্তিমান রায় বাপ্পি মধুসূদন দেব, শ্রীকৃষ্ণ বিশ্বাস,নিতাই নন্দী প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু  ইন্দ্রজিৎ দেব।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024