|
Date: 2024-08-17 13:29:46 |
শ্যামনগরে পানিতে ডুবে এক ভাইয়ের মৃত্যু অপর ভাই সংকটাপন্ন
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কাশিমাড়ী ইউপির কাশিমাড়ী গ্রামে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল বড় ভাই আবু সুফিয়ানের (০৮)।
শুক্রবার (১৬ আগষ্ট) দুপুরের দিকে কাশিমাড়ী নতুন বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়ান কাশিমাড়ী নতুন বাজারের কাঁচামাল ব্যবসায়ী মোঃ সোহাগ হোসেনের ছেলে। সে কাশিমাড়ী রওজাতুল জান্নাত মাদ্রাসার ছাত্র।
পারিবারিক সুত্রে প্রকাশ প্রতিদিনের ন্যায় দুপুরের দিকে সুফিয়ান (০৮) ও আরাফাত (০৫) দুই ভাই পুকুরে গোসল করতে নামে। এসময় আরাফাত পানিতে ডুবে গেলে সুফিয়ান তাকে উদ্ধার করতে গভীর পানিতে তলিয়ে যায়। পাশে থাকা আরেকটি শিশুর চিৎকারে বাড়ির লোকজন দুই ভাইকে পুকুর থেকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকির হোসেন বড় ভাই সুফিয়ানকে মৃত ঘোষণা করেন এবং ছোট ভাই আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সুফিয়ান এর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© Deshchitro 2024