শ্রীমঙ্গল রেলক্রসিং পারাপারের সময় বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহি উপবন ট্রেনের সংঘর্ষ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলক্রসিং পারাপারের সময় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহি উপবন ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার রাত ২টার দিকে শ্রীমঙ্গল শহরের রেলগেইট এলাকায় রেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

রেলস্টেশন সূত্রে জানা যায়, গতকাল রাত ২টার সময় শ্রীমঙ্গল রেলগেইট (ভানুগাছ রোড) রেলক্রসিং-এ সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেসের সঙ্গে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে৷  তবে হতাহতের ঘটনা ঘটেনি।

এসময় রেলক্রসিং এ দায়িত্বরত গেটম্যান সেখানে উপস্থিত ছিলেন না এবং রেলক্রসিংয়ের গেট না ফেলার কারণে দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, উপবন এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর রেল যোগাযোগ বন্ধ ছিল। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে রেললাইন থেকে সরানোর দুইঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024