শেখ হাসিনার পতনের খবরে আনন্দ মিছিল করায়,

কুষ্টিয়া ভাদালিয়য়া এলাকায় টাইগার মামুন গংয়ের সন্ত্রাসী হামলায় অর্ধ শতাধিক বাড়ি ভাঙচুর অগ্নি সংযোগ


কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নের স্বস্তিপুর ও দরবেশপুর গ্রামে চিহ্নিত সন্ত্রাসী মামুন ওরফে টাইগার মামুনের নেতৃত্বে অর্ধ শতাধিক বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর ও লুট হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার খবর পেয়ে আনন্দ মিছিল বের করে ওই এলাকার ছাত্র জনতা ও সাধারন মানুষ। এতে ক্ষিপ্ত হয়ে টাইগার মামুনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই এলাকায় হামলা চালায়, এসময় হামলাকারীরা অর্ধ শতাধিক বাড়িতে লুটপাট ও ভাংচুর চালায়, আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি বাড়ীতে । ৬ই আগস্ট ভোরবেলা মামুন ওরফে টাইগার মামুনের নেতৃত্বে কয়েক শো লোক দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্ন বাড়িতে হামলা চালায় । এ সময় বেশ কয়েকটা বাড়িতে ঢুকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় মামুনের সন্ত্রাসী বাহিনী এবং বিভিন্ন বাড়ি থেকে টাকা-পয়সা ও ইজিবাইক সহ বিভিন্ন দ্রব্যাদি লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় কেউ বাধা দিতে আসলে তাদের উপরে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করারও ঘটনা ঘটে।

এদিকে এলাকাবাসীদের একাংশ জানিয়েছেন, স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে টাইগার মামুনের ত্রাসের রাজত্ব গড়ে তোলে। এসময়কালে লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, তদবির বাণিজ্য করে টাইগার মামুন কোটিপতি বনে যান। গড়ে তোলেন পেটুয়া বাহিনী। সবশেষ গত ৫ আগষ্ট সরকার পতনের পর এই বাহিনীর সদস্যরা এলাকার লুটপাট ভাংচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় মামুন ওরফে টাইগার মামুনকে প্রধান আসামী করে ১৩ জনের নামে মামলা দায়ের করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024