আগামীর রাজনীতিতে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করা লক্ষ্যে নীলফামারীর ডোমারে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নিয়ে প্রতিনিধি সভা করেছে উপজেলা বিএনপি।

রবিবার (১৮ই আগস্ট) বিকালে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন, ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু। এতে সঞ্চালনা করেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামন সুমন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান তুলু, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সম্পাদক মোজাম্মেল হক মানিক, সফিউল বারী বুলবুল, ওসমান গনি দুলাল, বায়েজীদ হোসেন জুয়েল চৌধুরী, ওমর ফারুক, গোলাম মোস্তফা প্রমুখ সহ প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।

সভায় বক্তরা বলেন, আওয়ামী দুঃশাসনের দিন শেষ হয়েছে।বর্তমান অন্তবর্তীকালীন সরকারের অধিনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে দলকে ক্ষমতায় আনতে হবে।

দলের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, যারা দলের দুর্দিনে ছিল না তারা আবারো অতিথি পাখি হয়ে দলে আসার চেষ্টা করছে। সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে ডোমারের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার প্রত্যয় ঘোষনা করেন নেতা-কর্মীরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024