চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল বাজারে ভাই ভাই ফার্মেসী ও জাকির ষ্টোরে দুধুর্ষ চুরি সংঘটিত হয়েছে। শনিবার রাতে ভাই ভাই ফার্মেসীর স্বত্তাধীকারী মো. জাকির হোসেনের ঔষধের দোকানের উত্তর অংশের টিনের চালা খুলে অজ্ঞাত চোরের দল এই চুরির ঘটনা ঘটায়। এসময় চোরচক্র জাকির হোসেনের মালিকানাধীন ভাই ভাই ফার্মেসীর মূল্যবান ঔষধের কার্টুন, দামি ঔষধের বক্সসহ প্রায় ৫ লক্ষ টাকার ঔষধ নিয়ে যায়।

এছাড়া জাকির ষ্টোরের পরিচালক আলী আজমের মুদি ও মনোহরি দোকানের মূল্যবান এলাইস মশলা, গুড়ো দুধ, নগদ ১ লক্ষ ২৭ হাজারসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। সব মিলিয়ে ফার্মেসী ও মুদি দোকানের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে বলে জাকির হোসেন ও আলী আজম জানান। এছাড়া প্রায় বছর খানেক পূর্বেও জাকির ষ্টোরের আলী আজমের দোকানে চুরি সংঘটিত হয়েছিল। বর্তমানে পুনরায় চুরির ঘটনায় আলী আজম আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার খবর পেয়ে রবিবার সকালে পালাখাল বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং চোরদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তারা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024