|
Date: 2024-08-19 07:07:46 |
তার পদত্যাগটা ছিল সময়ের ব্যাপার মাত্র। অবশেষে সোমবার তাই হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস। নাজমুল হাসান পাপনের বোর্ডে ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন তিনি। জালাল ইউনুস পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠিয়ে দিয়েছেন। কারণ তিনি এনএসসির কাউন্সিলর। একইসঙ্গে এনএসসি থেকে আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও পদত্যাগ করতে বলা হয়েছে। জালাল ইউনুস বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। ২০২১ সালে ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করায় জালালকে ওই পদে বসান পাপন।
এরইমধ্যেই অনেকটা নিশ্চিত হয়ে গেছে বিসিবির সভাপতি হতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। বিসিবিতে সভাপতি হওয়ার আগে পরিচালক হতে হয়। আর পরিচালক হতে হলে কাউন্সিলরশিপ থাকতে হয়। এ কারণে এনএসসি থেকে তার কাউন্সিলরশিপ করাতে চাইছেন অন্তর্বর্তীকালীন সরকারের দ্বায়িত্বশীলরা।
© Deshchitro 2024