মহেশখালীতে পাহাড় ধসের ঘটনায় আব্দুস শুক্কুর (৬০)প্রকাশ মনু মিয়া নামের এক বৃদ্ধের মৃ'ত্যু হয়েছে, এই ঘটনায় আহত হয়েছে মোস্তফা খানম (২০)নামের এক নারী। তিনি নি'হ'ত শুক্কুরের কন্যা।


সোমবার (১৯ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার কালারমারছড়ার ঝাপুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, অতিবৃষ্টির ফলে পাহাড় ধসে বাড়ির দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয় আব্দুস শুক্কুর। 


এই ঘটনায় আহত মোস্তফা খানম কে উদ্ধার করে চকরিয়া জমজম হাসপাতালে নেওয়া হয়েছে। আব্দুস শুক্কুরের মৃ'ত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নিহতের সন্তান মাওলানা জয়নাল আবেদীন।


নিহত আব্দুস শুক্কুরের মৃ'ত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


স্থানীয়রা জানায়, কালারমারছড়ার বিভিন্ন স্থানে পাহাড়কাটা এবং বালি উত্তোলনের কারণে বর্ষায় প্রত্যেক বছর এমন দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। কিন্তু প্রশাসন জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় এমন দুর্ঘটনা অব্যাহত রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024