|
Date: 2024-08-19 11:33:54 |
গত কয়েকদিন ধরে ঢাকার দোহার উপজেলায় বেড়েছে লোডশেডিং। দিন ও রাতের প্রায় অর্ধেক সময়ই থাকছে না বিদ্যুৎ। এতে বিপাকে পড়েছে অফিস-আদালত থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানের মানুষেরা। ব্যহত হচ্ছে তাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ অফিসিয়াল ও ব্যবসায়ীক কার্যক্রম। পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় ও ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ার ফলে শিক্ষার্থীদের লেখাপড়ায় ঘটছে বিচ্ছিন্নতা। মনোযোগ হারাচ্ছে শিক্ষার্থীরা পড়াশোনায়। সাথে তীব্র গরমে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। বিদ্যুৎ চলে যাওয়ায় বেশি ভোগান্তিতে পড়েছে সরকারি হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি হাসপাতালের রোগীরা।
লোডশেডিংয়ের বিষয়ে জানতে চাইলে দোহার পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. সাদেক মিয়া বলেন, চাহিদার তুলনায় আমরা বিদ্যুৎ কম পাচ্ছি। তাই কিছুটা বেড়েছে লোডশেডিং। তবে ঠিক কবে লোডশেডিংয়ের পরিমাণ কমে আসতে পারে সেবিষয় সুস্পষ্ট বক্তব্য দেননি তিনি।
© Deshchitro 2024