|
Date: 2024-08-19 11:36:47 |
চাঁদের আলোতে-
আমি তোমাকে চাই,
আমার আরও কাছে।
ঝর্না ধারাতে-
আমি তোমাকে চাই,
শুধু আমারি চারপাশে।
ফুলের সুভাষে-
আমি তোমাকে চাই,
আমার ভূবণ রাঙাতে।
প্রতিটি নিঃশ্বাসে-
আমি তোমাকে চাই,
পারবো না কখনো হারাতে।
স্নিগ্ধ বাতাসে-
আমি তোমাকে চাই,
প্রজাতির ডানায় ভাসতে।
জীবন ও মরনে-
আমি তোমাকে চাই,
প্রতিটি ক্ষণে ভালোবাসতে।
নামঃ ইমরান খান রাজ
প্রাক্তন শিক্ষার্থী, বি.বি.এস, পদ্মা সরকারি কলেজ, দোহার - ঢাকা।
© Deshchitro 2024