বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের সরকারি বালিকা বিদ্যালয়ের পার্শ্ববর্তী শিক্ষক দম্পতির বাসায় রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে সসীম দেবনাথ ও পলি দেবনাথ শিক্ষক দম্পতির বাসার দোতলার জানালা ভেঙে ১৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে ওই পরিবার দাবি করেছেন। ওই দম্পতি জানান, প্রতিদিনের মত আজও তারা সকালে কর্মস্থলে চলে যান, বিকেলে বাসায় ফিরে দোতালায় একটি জানালা ভাঙা দেখতে পান তারা। জানালার পাশের একটি আমগাছ বেয়ে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে ঘরের ভেতরে থাকা সিঁড়ি হয়ে নিচতলায় প্রবেশ করে তোশকের নিচে থাকা চাবি নিয়ে আলমারি খুলে আনুমানিক ১৭ ভরি স্বর্নালঙ্কার নিয়ে ভাঙা জানালা থেকে পালিয়ে যায় বলে ধারণা করছেন তারা। কিন্তু চোরচক্র আলমারি লাগিয়ে আবার চাবি যথাস্থানে রেখে যায়।মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ‘চুরির বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। তবে বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। আলমারি তালাবদ্ধ, অথচ আলমারির ভেতর থেকে সোনার গয়না গায়েব। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে, আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ সহ অনুসন্ধান চলছে।