|
Date: 2024-08-19 13:09:58 |
সোমবার (১৯ আগস্ট) দুপুরে সৈকতের সী গাল পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সেলিম উখিয়া রেজুখাল এলাকার বাসিন্দা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সী লাইফ গার্ড কর্মী জয়নাল আবেদীন জানান, জোয়ারের পানির সঙ্গে মরদেহটি ভেসে এসেছিল। তবে আইনি জটিলতার কারণে প্রথমে উদ্ধার না করা হলেও পরে ফটোগ্রাফার ও কিছু পর্যটক মিলে মরদেহটি উদ্ধার করেন।
নিহত সেলিমের স্বজন হুমায়ুন বলেন, দুইদিন আগে চার ভায়রা একসঙ্গে শখের বশে মাছ শিকারে যােই। এ সময় স্রোতের টানে সেলিম তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তার মরদেহ পাওয়া যায়নি। পরে ফেসবুকে ছবি দেখে মরদেহটি শনাক্ত করি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
© Deshchitro 2024