|
Date: 2024-08-19 14:53:13 |
চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাদলা-দরবেশগঞ্জ-কাপিলাবাড়ি সড়কের পাশের একটি খাল থেকে অজ্ঞাতনামা এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি জানান, ৪/৫ দিন আগে হত্যা করে এখানে লাশ ফেলে গেছে বলে ধারনা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে যাওয়া পুলিশ পরিদর্শক (তদন্ত) লিটন দেওয়ান জানান, স্থানীয়রা রাস্তা দিয়ে চলাচলের সময় দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয়। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।
ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করার পর লাশ এখানে ফেলে গেছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে।
© Deshchitro 2024