|
Date: 2024-08-19 15:13:26 |
জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই(নিসচা)ধামরাই উপজেলা শাখার ৩য় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে যারা নিহত হয়েছে এবং সড়ক দুর্ঘটনার কবলে মৃত্যু হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এ সময় সভায় ধামরাইয়ে সড়ক ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে বেশ কিছু উদ্যোগ এর এজেন্ডা প্রকাশ করা হলো-
১।পরিবহনে শৃঙ্খলা প্রয়োজন,চাঁদা বাজী সহ, সড়কে নানা নৈরাজ্য বন্ধ করা,পাশাপাশি পরিবহনের শ্রমিকদের জীবন যাত্রার মান উন্নয়নে ভুমিকা প্রয়োজন।
২। পৌরসভার এলাকা সহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদ এলাকায় চলাচলকৃত যানবাহনে ভাড়ার তালিকা দৃশ্যমান করা।
৩। ছোট যানবাহন যেমন-,অটোরিকশা, সিএনজি,হ্যালো বাইক এর ডানপাশ বন্ধ এবং চালকের দুই পাশে যাত্রী উঠানো বন্ধ করা।
৪। পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে বেতনভুক্ত কমিউনিটি পুলিশ ব্যবস্থা করা।
৫। সড়কের উপরে হাট-বাজার বসানো চিরতরে বন্ধ করা।
৬। ধামরাইয়ে বিভিন্ন গার্মেন্টস, ইন্ডাস্ট্রিতে শ্রমিক আনা নেয়ার গাড়ি গুলো ঝুঁকিপূর্ণ এবং ফিটনেস বিহীন এগুলার বিষয়ে নজর দেয়া।
৭। ছোট যানবাহন ও পরিবহনের চালকদের প্রশিক্ষণের আওতায় আনা।
৮। যাচাই বাছাই পূর্বক প্রতিষ্ঠিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর পৃষ্ঠপোষক করা।
৯। ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় কবলিত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার জন্য ট্রমা সেন্টার পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করা।
১০। ধামরাই থানার সন্নিকটে ঢুলিভিটা বাসস্ট্যান্ডসহ বেশ কিছু স্থানে ওপেনে মাদক ব্যবসা পরিচালনা করা বন্ধ করতে হবে।
১১। সড়কের ডিভাইডারসহ বিভিন্ন স্থাপনায় রাজনৈতিক ও বিজ্ঞাপনকৃত পোস্টার ব্যানার লাগানো নিষিদ্ধ রাখতে হবে।
১২। শহর কেন্দ্রীক ভবন নির্মানের অনুমতি কালে এবং ভবন নির্মানে মনিটরিং করে পার্কিং ব্যবস্থা সম্পূর্ণ করতে হবে।
১৩। সড়কে যানজট নিরসনে দিনের বেলায় বড় মাল বাহী যানবাহন চলাচল নিষিদ্ধ এবং তার জন্য রাত -০৯ টার পরে প্রবেশ করতে পারবে এমন নির্দেশনা প্রদান।
১৪। ধামরাইয়ে মোটরসাইকেল শোরুমে গাড়ি বিক্রির জন্য গ্রাহককে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে।
© Deshchitro 2024