|
Date: 2024-08-20 04:30:39 |
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে বিকেলে আদালতে তোলা হবে।
মঙ্গলবার (২০ আগস্ট) বিভিন্ন সূত্রে থেকে জানা গেছে, বিকেল ৩টায় ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে তোলা হবে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি দল তাকে আটক করে।
ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) এক কর্মকর্তা জানান, দীপু মনিকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদপুরে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে।
© Deshchitro 2024