আব্দুল মোমিন শেরপরপুর (বগুড়া) প্রতিনিধিঃ


বগুড়ার শেরপুরে মির্জাপুর ইউনিয়ন পরিষদের নির্মাণকৃত ড্রেন ধ্বসে হুমকির মুখে পড়েছে জালাল উদ্দিন কমপ্লেক্স। ১৯ আগষ্ট রাতে হুসাইন আল জাওয়াত থানায় অভিযোগে উল্লেখ করেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামে ২ বছর পূর্বে যথা যথ নিয়ম মেনে জালাল উদ্দিন কমপ্লেক্স নির্মাণ করে। পরবর্তীতে মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মন্টু ঐ

 এলাকার পানি নিষ্কাসনের জন্য ব্যাক্তমালিকানা জালাল উদ্দিন কমপ্লেক্স এর জায়গার উপর দিয়ে ড্রেন নির্মান করে। গত ১৭ আগষ্ট জালাল উদ্দিন কমপ্লেক্স এর ক্ষতি সাধনের লক্ষে মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে আব্দুল মান্নান ও আবু তাহের ড্রেনের কিছু অংশ ভেঙ্গে ফেলে। যার ফলে দেখা দিয়েছে জালাল উদ্দিন কমপ্লেক্স এর দেয়াল ফাটল। কলমের নিচের বালু মাটি সরে গিয়ে কমপ্লেক্সটি হুমকির মুখে পড়ে। 

সরজমিনে গিয়ে দেখা যায়,এলাকার  সরকির নির্ধারিত ড্রেনের  জায়গা বাদ রেখে  জালাল উদ্দিন কমপ্লেক্স এর মালিকানা  জায়গায় ড্রেন নির্মান  করে।

এ বিষয়ে মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম জানান, ঐ ড্রেন দিয়ে মদনপুর গ্রামের প্রায় ৫০টি পরিবারের পানি নিষ্কাসন হয়। অভিযুক্ত ব্যাক্তিরা ড্রেন ভাঙ্গার কথা স্বীকার করেছে। তাদের আইনের আওতায় আনা হবে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খুব দ্রুত সুময়ের মধ্যে ড্রেনটি সংস্কার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম রেজা জানানা, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024