|
Date: 2024-08-20 09:52:18 |
রামু সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলম পদত্যাগ করায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রতীম বড়ুয়া। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রতীম বড়ুয়া।
তিনি জানান,"অধ্যক্ষ চলে গেছেন। অধ্যক্ষের অবর্তমানে আগে আমাকে যে দায়িত্ব দেওয়া হতো আমি ওইটাই পালন করছি। এ বিষয়ে মন্ত্রনালয় থেকে কোনো সিদ্ধান্ত আসেনি।"
সোমবার (১৯ আগস্ট) শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সচিব বরাবর অব্যাহতি চেয়ে আবেদন করেন অধ্যক্ষ মুজিবুল আলম।
এর আগে সকাল ১০ টা থেকে শুরু হওয়া সড়ক অবরোধের পর দুপুর ৩ টার দিকে খবর আসে অধ্যক্ষ পদত্যাগ করেছেন। এতে সাধারণ শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়ে এবং সড়ক থেকে সরে যায়।
© Deshchitro 2024