|
Date: 2022-11-08 17:37:26 |
সবুজ পাতার হলুদ সোহাগ
জড়ানো ধানের শিষে,
চাষী ভাইয়ের সোনালী স্বপন
রয়েছে যেন মিশে।
রোজ সকালে ভোরের শিশির
যেথায় শোভা ছড়ায়,
ধানের ছড়া জড়াজড়ি করে
মমতার আবেশে জড়ায়।
হিমেল হাওয়ায় পত্র দোলে
কুয়াশার বুক চিড়ে,
নতুন ধানের গন্ধ সুধা
আসে যেন ফিরে ফিরে।
স্বপ্নগুলো দেয় যে দোলা
পাকা ধানের ক্ষেতে,
নব বধু রঙিন স্বপ্নে
উল্লাসে উঠে মেতে।
মাঠে-ঘাটে সোনার ফসল
স্বপ্ন রাশি রাশি,
কৃষাণ-কৃষাণীর স্বপ্নীল কাব্য
প্রাণ জুড়ানো হাসি।
© Deshchitro 2024