|
Date: 2024-08-20 16:10:19 |
২৩ শে এপ্রিল সিলেটের বিশ্বনাথে গুলিবর্ষণকারী সন্ত্রাসী পুলিশের এস.আই দেবশিষ শর্মাকে গ্রেফতার করুন বলে দেশ বিদেশে ছাত্রনেতাগণ সোচ্চার হয়ে নেটে,সামাজিক যোগযোগ মাধ্যমে, ফেসবুকে,টুইটার এক্সে ও টেলিগ্রামে ঝড় তুলেছেন।
উলেখ্য, সিলেটের জনপ্রিয় এমপি,বিএনপি'র সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দেশবন্ধু খ্যাত মহান জননেতা এম.ইলিয়াস আলীর সন্ধানে শান্তিপূর্ণ বিএনপি জামায়াত সহ ২০ দলীয় জোটের মিছিল অনুষ্টিত হলে বিশ্বনাথ সদর অচল হয়ে যায়, নারায়ে তাকবির আল্লাহু আকবার - ইলিয়াস ভাই জিন্দাবাদ শ্লোগানে কয়েক হাজার জনতার সমাগম হয়।
এবং বিশ্বনাথ থানায় দায়ত্বরত এস.আই পুলিশ দেবাশিষ শর্মা নীরিহ জনতার উপর সরাসরি প্রাণঘাতী গুলি করে, এতে শহীদ হন বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত জাকির, সেলিম,মনোয়ার
এবং এর কিছুদিন পর ২০ দলীয় জোটের ডাকা হরতাল অবরোধের সময় বিশ্বনাথ বিদ্যুৎ অফিসের সামনে শান্তিপূর্ণ জামায়াতে ইসলামীর অবস্থান কালে গুলি চালায় ঐ দেবাশিষ শর্মা, এসময় শহীদ হন গোলাম রাব্বানী নামের জামায়াতের একজন কর্মী।
আন্তর্জাতিক সূত্র থেকে জানানো হয় বিশ্বনাথ থানার এ সাবেক এস আই পুলিশ একজন ভারতীয় নাগরিক ও "গোয়েন্দা সংস্থা "র এর সক্রিয় এজেন্ট, ঐ দেবাশিষ শর্মা এখন সিলেটের জকিগঞ্জ থানায় কর্মরত। শত শত নীরিহ জামায়াত বিএনপির রক্ত ঝরানো
সন্ত্রাসী পুলিশ খুনি দেবাশিষ শর্মাকে দ্রুত গ্রেফতারে জন্য আহবান জানান বিশ্বনাথ সিলেটের সাবেক ও বর্তমান ছাত্রনেতারা।
© Deshchitro 2024