|
Date: 2024-08-20 22:42:56 |
নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের শাখার উদ্যোগে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা সদরে নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সাথীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন মামুনুর রশীদ, সাজ্জাদ হোসেন টিটু, যুবদলের যুগ্ম আহ্বায়ক সফিউল্লা সোনার প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা অতিবিলম্বে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, দেশে ফিরিয়ে এনে সন্ত্রাস, গুম, খুন, অর্থপাচার সহ সকল অনিয়মের বিচারের জন্য অন্তবর্তী কালীন সরকারের প্রতি দাবি জানান।
© Deshchitro 2024