|
Date: 2024-08-21 12:06:56 |
কক্সবাজারের টেকনাফে একটি হত্যা চেষ্টা মামলায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব সদর দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে ।
র্যাব সূত্র বলছে, তাকে চট্টগ্রামের পাঁচলাইশ থেকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২০ আগস্ট) রাতে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমান গণির কাছ থেকে জানতে চাওয়া হয় বদির মামলার বিষয়ে। তিনি মুঠোফোনে জানান, ৫ আগস্ট বিএনপির এক নেতার মার্কেট ভাঙচুর করাকে কেন্দ্র করে একটি মামলা হয়েছে। বিএনপি নেতা আব্দুল্লাহর দায়ের করা ওই মামলায় আব্দুর রহমান বদি এক নম্বর আসামী। সেই মামলায় হত্যাচেষ্টার ধারাও রয়েছে।
তবে তার বিরুদ্ধে কোনো মাদকের মামলা নেই বলে জানা গেছে। কিন্তু টেকনাফ এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের মাফিয়া হিসেবে খ্যাতি রয়েছে তার। তার আপন ভাইসহ আত্মীয় স্বজনরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী।
আব্দুর রহমান বদি আওয়ামীলীগের রাজনীতির আগে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। কথিত আছে টেকনাফ এলাকার কিং হিসেবে পরিচিত বদির হাতে থাকতো বিরোধী সব রাজনীতিকরাও। বিশেষ করে নির্বাচন কেন্দ্রীক রাজনীতিতে বদি খুব পটু।
মামলার কারনে গেলো দুই সংসদ নির্বাচনে অংশ নিতে না পারলেও নিজের স্ত্রী শাহীন আক্তারকে দলের মনোনয়ন পাইয়ে দিয়ে বানিয়েছিলেন সংসদ সদস্য। কিন্তু সংসদ সদস্য স্ত্রী হলেও সমস্ত প্রটোকল ব্যবহার করতেন বদি। এনিয়ে সমালোচনা থাকলেও থোড়াই কেয়ার করতেন বদি।
© Deshchitro 2024