কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষকের রমজান আলীর পদত্যাগের দাবিতে বি'ক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে স্কুলের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। 


শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক রমজান আলী দীর্ঘদিন ধরে স্কুলে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। তারা জানান, প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সাথে অসদাচরণ এবং বিভিন্ন পরীক্ষায় অবৈধভাবে মার্ক পরিবর্তনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও স্কুলের উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পে প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।


বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, তারা দীর্ঘদিন ধরে এসব অভিযোগ জানালেও স্কুল কর্তৃপক্ষ বা উচ্চপদস্থ কর্মকর্তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। অবশেষে, এই অবস্থার প্রতিবাদে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে।


স্কুলের সামনের সড়কে গুণগাছতলায় জড়ো হয়ে শিক্ষার্থীরা ‘প্রধান শিক্ষকের পদত্যাগ চাই’ স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। বি'ক্ষোভের কারণে স্থানীয় যান চলাচলে বিঘ্ন ঘটে। 


সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে বিক্ষোভটি। শিক্ষার্থীরা জানান প্রধান শিক্ষক রমজান আলী পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024