|
Date: 2022-11-09 05:14:15 |
🇧🇩১৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন।📜
ভর্তির আবেদন করতে হবে অনলাইনে।⭕
এবারো লটারির মাধ্যমে ভর্তি তালিকা প্রকাশ হবে।
আবেদন করার আগে.......🐼
☃️যে বাচ্চার আবেদন করবেন তার অনলাইন জন্মনিবন্ধন থাকতে হবে।
🍂বাচ্চার জন্মনিবন্ধন হবে পিতা-মাতার ভোটার আইডি কার্ড অনুযায়ী।
⚠️পিতা ও মাতার NID তে যে নাম ও নামের বানান থাকবে বাচ্চার জন্মনিবন্ধনে ঐটাই থাকতে হবে। না হলে ঐ বাচ্চা সুযোগ পাইলেও ভর্তি হতে পাবে না।
🍁এখন বাচ্চার আপনি যেই নাম ও যেই বয়স খুশি দিতে পারবেন। এখন থেকে সকল ডকুমেন্ট সতর্কতার সাথে নির্ভুল রাখবেন।
যাদের অমিল আছে তারা নিজের উপজেলা অফিসে যোগাযোগ করে ঠিক করিয়ে নিবেন বা সংশোধন করে নিবেন।
যাদের অনলাইন জন্মসনদ নাই তারা জলদি করিয়ে নেন। কারন এখন চাপ বাড়বে আর সার্ভার ও ডাউন থাকবে।
আবেদনের সময় বাচ্চার ১৭ ডিজিটের জন্মসনদ ও ছবি, পিতা ও মাতার NID বাধ্যতামূলক।
© Deshchitro 2024