টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস চাপায় মেহেদী হাসান হত্যার প্রতিবাদে মানব বন্ধন করেছে স্থানীয়  ছাত্র, শিক্ষক, জনতা।

বুধবার ২১ আগস্ট দুপুরে  ভাইঘাট বাজারের  টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে তারা  এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বিক্ষুব্ধ জনতা মেহেদী হত্যার বিচার দাবি করেন। অবিলম্বে ঘাতক বাস চালককে গ্রেফতার করে  দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান ও নিরাপদ সড়কের দাবি জানান তারা।

এসময় বিক্ষুব্ধ  জনতা প্রায় তিন ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। রাস্তায় কাঠের গুড়ি ফেলে যান চলাচল বন্ধ করলে উভয় পাশে প্রায় ৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় এবং জন দুর্ভোগ চরমে ওঠে। 

অবস্থা বেগতিক দেখে ছুটে আসেন ধনবাড়ীর উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্ব প্রাপ্ত সেনাকর্মকর্তা।  সুষ্ঠু বিচার ও সকল দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুদ্ধ জনতা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়। 

এসময় বক্তব্য রাখেন ভাইঘাট আইডিয়াল ডিগ্রি  কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, দাখিল মাদ্রাসার সুপার মিনহাজ উদ্দিন, নিহতের চাচা আব্দুল সাত্তার, ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের জৈষ্ঠ্য প্রভাষক আবু সাইদ, ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের  সিনিয়র শিক্ষক আজহারুল ইসলাম এবং  মধুপুর ও ধনবাড়ীর ছাত্র সমন্বয়ক বৃন্দ।

উল্লেখ নিহত মেহেদী হাসান (২৪)  ধনবাড়ী উপজেলার পালবাড়ী গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি ২০ আগস্ট মঙ্গলবার বিকালে ধনবাড়ী থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফিরছিলেন এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি বাস সমতপুরের চাড়াভাঙ্গা ব্রিজ সংলগ্ন  এলাকায় চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024