|
Date: 2022-11-09 05:33:36 |
যদি ঘর বাঁধতে চাও, তবে বাবুই পাখির কাছে,
শিখে নিও শৈল্পিক বুনন।
একটা খড়ের সাথে আরেকটা খড় জুড়ে দিয়ে,
কিভাবে নির্মাণ করে একটি ভালোবাসার বাড়ি।
যদি কারও মন পেতে চাও,
তবে কবিতার কাছে মতজানু হয়ে চেয়ে নাও শব্দ ভান্ডার,
আর কণ্ঠে নির্মাণ কর প্রেমের পদাবলী।
প্রেমিকের খুব কাছে থাকার আবদারে হয়ে যাও,
রোজ বিকেলে জানালার কাছে বসা দুটো চড়ুই।
যদি একা থাকতে চাও, মনকে করে তোল সাহসী ও সংগ্রামী,
একদিন রাজপথ ঠিক তোমাকে চিনে নিবে কঠিন বাস্তবতায়।
সোমা মুৎসুদ্দি
কবি ও লেখক
নন্দনকানন, চট্টগ্রাম।
© Deshchitro 2024