ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ফুলতলায় মোটরসাইকেলের ধাক্কায় তাসলিমা বেগম (৫৫) নামে এক মহিলা নিহত হয়েছে। নিহত তাসলিমা মুকসুদপুর ইউনিয়নের ঢালারপাড় এলাকার মৃত আব্দুল আজিজের স্ত্রী। 


পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর দুইটার দিকে ফুলতলা এলাকায় রাস্তা পার হবার সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ছিটকে পরে মারাত্মক আহত হন তাসলিমা। এসময় স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


ফুলতলা পুলিশ ফাঁড়ির এসআই মো.জসিম উদ্দিন জানান, ঘটনার পর মোটরসাইকেল নিয়ে আরোহী পালিয়ে যায়। এবিষয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া নিহতের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024