|
Date: 2024-08-21 18:27:06 |
গতকাল গভীর রাতে ত্রিপুরারার বাঁধ খুলে দিয়েছে ভারত। এতে পুরো নোয়াখালী, ফেনী,কুমিল্লা পানিতে প্লাবিত হওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বেড় করে।
গত বুধবার (২১শে আগষ্ট) রাত ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ গেট থেকে শ্লোগান দেওয়ার মাধ্যমে একটি বিশাল ভারতবিরোধী মিছিল বের হয় এবং মিছিলটি খামারমোড় থেকে ঘুরে এসে ২ নং গেটে এসে শেষ করে।মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন রকম শ্লোগান প্রদান করে। এ সময় তারা যদি পেতে চাও মুক্তি, ছাড়ো ভারত ভক্তি ইত্যাদি শ্লোগান দেয়।
এই সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, এই ভারত তাদের স্বার্থের কারনে আমাদের ওপর পানি দিয়ে দাবিয়ে রাখতে চায়।আমরা আর এটা সয্য করবো না, আমরা এখান থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।
© Deshchitro 2024