|
Date: 2024-08-22 03:45:33 |
বুধবার (২০ আগস্ট ২০২৪) নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা সিটি অডিটোরিয়ামে টুয়েন্টিফোর ক্লাসরুম একাডেমির উদ্যোগে
এস এস সি ২০২৪ পরীক্ষায় উত্তীর্ণ শতাধিক শিক্ষার্থীদের মাঝে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শিক্ষা ও জীবন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। একইসাথে ডিসেম্বরে এক বিশাল প্রতিযোগিতা আয়োজনের ঘোষনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ও নারায়ণগঞ্জের জনপ্রিয় শিক্ষক এস এম আল আমিন। যিনি গত ১৬ বছর যাবৎ শিক্ষকের ভূমিকায় নারায়ণগঞ্জ শহরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, বর্তমানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব রফিক উদ্দিন চিশতি। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এম. আর. হায়দার রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক জনাব দেলোয়ার হোসেন দেলু। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক জনাব হারুনর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুয়েন্টিফোর ক্লাসরুম একাডেমি সিইও ও বিশিষ্ট আবৃত্তিশিল্পী এম এ মামুন খান। সঞ্চালনায় ছিলেন পুষ্পিতা রানী নাথ।
© Deshchitro 2024