কক্সবাজারের টেকনাফের নাফনদীতে অভিযান চালিয়ে ১লাখ ৭০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-ব্যাটালিয়ন (বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।তিনি জানান,বৃহস্পতিবার(২২ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে আনুমানিক ৮০০গজ উত্তর-পূর্ব দিকে চোরা কাঠি(লাস্ট কাঠি) এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে।

এমন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র নৌ টহলদল একটি সন্দেহভাজন নৌকাকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করার সময় বিজিবি নৌ টহল নৌকাটিকে ধাওয়া করলে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই নৌকায় থাকায়-২-৩জন চোরাকারবারি নৌকা হতে ঝাপ দিয়ে সাঁতরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।পরে নৌকাটি তল্লাশি করে পাটাতনের নিচে রক্ষিত তিনটি ব্যাগের ভেতর থেকে১লাখ৭০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান,চোরাকারবারীকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024