|
Date: 2024-08-22 11:18:06 |
মাদারীপুরের ডাসারে দীর্ঘ দুই বছর পরে কর্মস্থলে ফিরলেন স্কুলের প্রধান শিক্ষক।
মাদারীপুরের ডাসার উপজেলার বীরমোহন উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ দুই বছর চার মাস পরে গত বুধবার(২১ আগষ্ট) স্কুলে যোগদান করছেন প্রধান শিক্ষক মোঃ সালাহ্ উদ্দিন আকন।
স্থানীয় ও স্কুল সূত্রে জানাগেছে, বীরমোহন উচ্চ বিদ্যালয়টি ডাসার উপজেলার অত্যান্ত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। উক্ত প্রতিষ্ঠানের প্রাত্তন শিক্ষার্থীরা বর্তমানে দেশের অনেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। ২০২২ সালের জুন মাসে সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা সাঈদ আহম্মেদ এর অযুক্তিক কথামত স্কুলের সকল কার্যক্রম পরিচালনা না করার কারনে বৃহত্তম মাদারীপুর জেলার মধ্যে একজন সুনাম ধন্য যোগ্য প্রধান শিক্ষক মোঃ সালাহ্ উদ্দিন আকন কে ক্ষমতার দাপটে অবৈধ ভাবে বরখাস্ত করেন।
প্রভাব খাটিয়ে এবং টাকা দিয়ে ভোট কিনে বারবার সভাপতি নির্বাচিত হন। স্কুলের শিক্ষকরা প্রতিবাদ করলে,সাঈদ আহাম্মেদ বলেন, আমি কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও স্কুলের সভাপতি আমাকে স্যার বলে ডাকতে হবে এবং আমার কথা মত স্কুলের সকল কর্মচারী ও শিক্ষকরা চলতে হবে, তা না হলে চাকরি খেয়ে নিব বলে হুমকি প্রদান করতেন।
বীরমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালাহ্ উদ্দিন আকন বলেন, আমি দুই বছর চার মাস পরে গত কাল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে স্কুলে যোগদান করেছি। আমি স্কুলে যোগদানে সকল শিক্ষক ও কর্মচারীরা খুশি হয়েছে। আমাকে এই ছাব্বিশ মাসের বেতন ভাতা থেকে বঞ্চিত করেও রাখা হয়েছে।আমি ন্যায় বিচার ও সকলের সহযোগিতা চাই।
স্কুলটি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। আমি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,অভিবাবক ও স্কুলের সকল শিক্ষকের সহযোগিতা কামনা করছি। যাহাতে দ্রুত এই প্রতিষ্ঠানে সুনাম ও শিক্ষার মান ফিরিয়ে আনতে পারি।
© Deshchitro 2024