|
Date: 2024-08-22 13:25:13 |
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের বরাদ্দকৃত শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২২ আগস্ট বৃহস্পতিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকশি, সাধারণ সম্পাদক অসীম ম্রং, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম ঘাগড়া, ভাইস চেয়ারম্যান চিন্তাহরণ হাজং, ভাইস চেয়ারম্যান অরুন চন্দ্র কোচ, কার্যকরী সদস্য প্রমুলন সাংমা, লিও কুবি, লিও চিসিম, নন্দলাল বর্মনসহ আদিবাসী নেতৃবৃন্দ ও শিক্ষার্থীগণ। ওই সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ২০ জন শিক্ষার্থীকে ১ লক্ষ ৮০ হাজার টাকার বাইসাইকেল, প্রাথমিক পর্যায়ের ৮০ জনকে শিক্ষা উপবৃত্তি বাবদ ২ লক্ষ টাকা, মাধ্যমিক পর্যায়ের ৫৫ জন শিক্ষার্থীকে ৩ লক্ষ ৩০ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৬ জন শিক্ষার্থীকে ২ লক্ষ ৪৭ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়। বাইসাইকেলসহ সর্বমোট ৯ লক্ষ ৫৭ হাজার টাকা প্রদান করা হয়েছে।
© Deshchitro 2024