|
Date: 2022-11-09 08:44:31 |
সৌখিনেরা শখের বসে খাঁচায় পাখি পোষে,
পাখির কান্না না বোঝে সে শুধু মুচকি হাসে।
পরাধীনতার ফলে বৃথা হয় পাখির জীবন,
পাখি তখন অভিশাপের করে আয়োজন।
মানুষও তেমন স্বাধীনচেতা সত্য বচন,
লাখো শহিদের আত্মদান তারই নিদর্শন।
সেই স্বাধীনতাকে যারা করতে চাইবে হরণ,
তাদের প্রতি ধিক্কার থাকবে আমরন।
আল মামুন
কবি ও লেখক
মেঘুলা, দোহার-ঢাকা।
© Deshchitro 2024