|
Date: 2024-08-22 15:07:02 |
মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার পানিতে ডুবে আবদুল মুনাইম (৬) নামে এক শিশুর মৃতু হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে ঘরের পাশেই পানিতে ডুবে তার মৃত্যু হয়।
শিশু আবদুল মুনাইম উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ভুকশিমইল গ্রামের শামসুদ্দিন আহমদের ছেলে।
জানা যায়, বন্যায় হাকালুকি হাওর এলাকায় ইউনিয়ন ভুকশিমইল বন্যায় প্লাবিত হয়েছে। বসতঘরের মধ্যে পানি ঢুকে পড়ে এবং সকলের অগোচরে মুনাইম ঘরের পাশে পানিতে ডুবে মারা যায়।
ভুকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
© Deshchitro 2024