পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত দেশের নয় জেলা। এমন অবস্থায় পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর জন্য হটলাইন নম্বর চালু করেছে  বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস।

ছাত্র মজলিসের মিডিয়া সেল থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, সারাদেশের বন্যাকবলিত এলাকার উদ্ধারকাজ ও ত্রাণ সহায়তা বিষয়ে যেকোনো সেবার জন্য সংগঠনের হটলাইন নম্বর ২৪ ঘন্টা চালু থাকবে।

সার্বক্ষণিক যোগাযোগের জন্য জরুরি সেবায় বিভিন্ন জেলায় দায়িত্বে থাকা নেতৃবৃন্দের মোবাইল নম্বর দেওয়া হয়েছে।এসব নম্বরে কল করে এ সংক্রান্ত সেবা নেওয়া যাবে।

বন্যা কবলিত এলাকায় জরুরি সহায়তা হটলাইন নম্বর :

ফেনী জেলা : আব্দুল আওয়াল রাকিব 01742-729608, আব্দুল্লাহ আল নাঈম 01301-50669।

নোয়াখালী জেলা : ইয়াকুব মিয়াজি 01881873354, ফখরুল ইসলাম 01642794151।

কুমিল্লা মহানগরী : ইকরামুল হক 01619-755942, মুজাহিদুল ইসলাম জিহাদ 01625786521।

লক্ষ্মীপুর জেলা : মাহমুদুল হাসান সাকিল 01884606573, জাকির হোসেন 01794-141445।

হবিগঞ্জ জেলা : শাহাব উদ্দিন 01728920937, সাইফুল ইসলাম 01721-994443।

মৌলভীবাজার জেলা : 

আব্দুল্লাহ আল নোমান  01765686886, আরিফুল ইসলাম হুজায়ফা 01642-502945, রাফি উদ্দিন মাবরুর 01734-434086।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024