শ্যামনগরে এলজিইডির নারী কর্মীদের মাঝে অর্থ ও সনদ বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি  ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বৃহস্পতিবার দুপুরে এলজিইডির  অধীনে আরইআরএমপি-৩ প্রকল্পের আওতায় নারী কর্মীদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা.সঞ্জিত দাশের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে এক শত ছাব্বিশ জন নারী কর্মীর মাঝে প্রায় এক লক্ষ উনিশ হাজার টাকা বিতরণ করা হয়। কর্মীদের চার বছর মেয়াদ উর্ত্তীণ হওয়ার পর সঞ্চিত অর্থ শতকরা ত্রিশ ভাগ টাকা বিতরণ করা হয়। জানা যায়, শতকরা সত্তর ভাগ টাকা প্রতিমাসে নারী কর্মীরা বিল হিসাবে উত্তোলন করেছেন। এ সকল নারী কর্মী সারা বছর মাটির কাজ করতেন।

ছবি- শ্যামনগরে এলজিইডির নারী কর্মীদের মাঝে অর্থ ও সনদপত্র বিতরণ করছেন ইউএনও ডা.সঞ্চিত দাশ।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024