মহেশখালী কক্সবাজার নৌপথে মহেশখালীগামী একটি গামবোট দুর্ঘটনায় বোট থেকে পড়ে দুই যাত্রী নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে।


বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় বাঁকখালী মোহনায় এই দুর্ঘটনা ঘটে। এতে হোয়ানক মুহুরাকাটা এলাকার মনির, অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।


দুর্ঘটনা ঘটার একঘন্টা পার হয়ে গেলেও ঘাট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন বোটে থাকা অপর যাত্রীরা। এই বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমার মুঠোফোনে একাধিকবার কল করেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024