মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে গঠিত শিশু সুরক্ষা নেটওয়ার্কের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) শ্রীমঙ্গল প্রকল্প অফিসের উদ্যোগে আয়োজিত এই সভার মূল লক্ষ্য ছিল উপজেলা পর্যায়ে শিশু সুরক্ষা নেটওয়ার্ককে আরও শক্তিশালী করা।

বিটিএস-এর কোর সাপোর্ট মডেল প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জুমেনা শাহনাজ এর উপস্থাপনায় সভার শুরুতেই বিটিএস শ্রীমঙ্গল প্রকল্প অফিসের শিশু সুরক্ষা সংক্রান্ত কার্যক্রম, শিশু সুরক্ষা নেটওয়ার্কের লক্ষ্য ও উদ্দেশ্য এবং শ্রীমঙ্গল উপজেলার নারী ও শিশু বিষয়ক বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন পারভেজ কৈরী, কো-অর্ডিনেটর এবং অফিস ইনচার্জ, ব্রেকিং দ্য সাইলেন্স, শ্রীমঙ্গল প্রকল্প অফিস, শ্রীমঙ্গল।

সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক জনাব শাহেদা আক্তার।

সভায় শিশু সুরক্ষা নেটওয়ার্ককে শক্তিশালী করতে কর্মএলাকা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শ্রীমঙ্গলের চাবাগান এলাকার যুবক্লাবগুলো, জেলা ও উপজেলা মহিলা বিষয়ক পরিষদ, লিগ্যাল এইড কমিটি এবং জেলা ও উপজেলা সদর হাসপাতালের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও শ্রীমঙ্গল থানা, উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা অফিস ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের সাথে সমন্বয় করে কাজ করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

উন্মুক্ত আলোচনায় শিশুদের বর্তমান পরিস্থিতি, শিশু যৌন নির্যাতন প্রতিরোধে সংস্থাগুলোর ভূমিকা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদান করা হয়।

সরকারি ও বেসরকারি শিশু বিষয়ক সংস্থার সম্মানিত প্রতিনিধিরা এই আলোচনায় অংশগ্রহণ করেন এবং শিশু সুরক্ষা নেটওয়ার্ককে আরও কার্যকর করার বিষয়ে প্রস্তাব দেন। শিশু সুরক্ষা নেটওয়ার্কের তৎপরতা বৃদ্ধির জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়, যাতে কোনো ঘটনা ঘটলে তা অবিলম্বে থানাকে অবহিত করা যায় এবং শিশুর সুরক্ষার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায়।

সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ, শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতন প্রতিরোধ এবং বিশেষ করে শিশুদের মাদকাসক্তি রোধে শক্তিশালী ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন ভাড়াউড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি নূর মোহাম্মদ, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর প্রধান নির্বাহী পরিমল সিং বাড়াইক, কম্পেনশন ইন্টারন্যাশনালের প্রতিনিধি রিবিকা মাহপাত্র, এমসিডিয়ার সহকারী প্রকল্প সমন্বয়কারী রিপন মৃধা, আরডিআরএস শ্রীমঙ্গল প্রোগ্রাম অফিসার এখলাছ তরফদার এবং বিটিএস শ্রীমঙ্গল প্রকল্প অফিসের অন্যান্য কর্মীবৃন্দ।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024