|
Date: 2024-08-23 14:38:20 |
নাগেশ্বরী উপজেলার কচাকাটায় ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ আগষ্ট) বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কচাকাটা থানা শাখার যৌথ আয়োজনে এ মানববন্ধন বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করে। মিছিলটি কচাকাটা হাইস্কুল মাঠ থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কচাকাটা বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত বিক্ষোভ ও মানববন্ধন সভার আয়োজন করে। এ সময় ভারতীর পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন - বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কচাকাটা থানার কেদার ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাক, বলদিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি মাইদুল ইসলাম, কচাকাটা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারি কবি নজরুল কলেজের শিক্ষার্থী অলি মাহমুদ, কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী রোকনুজ্জান হৃদয়, কচাকাটা কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতীয় পানি আগ্রাসনের কারণে সৃষ্ট বন্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
© Deshchitro 2024