পানির স্রোতে ভেসে যাচ্ছে
কত জান মাল,
রক্ষার কোন পথ নাহি,
তাই সবি বাঁচিবার বুনতেছি জাল। 


সহস্র আত্মার আর্তনাদ
ভেসে উঠেছে দিবা-নিশি, 
ওদের জন্য সর্বোচ্চ দাও,
দূর করো অন্ধকার
আসুক আলোর শশী।


সেচ্ছাসেবীরা দিচ্ছে তাদের ত্রাণ,
যদি ভাগ্য সহায় এবার পায় পরিত্রাণ। 
দুর্যোগময় এই মুহূর্তে করি সবাই প্রার্থনা,
লাঘব হবে একদিন এই যন্ত্রনা।

•••• 

লেখক: মু. ওমর ফারুক
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024