স্বার্থক জনম আমার, 

এই গ্রামে জন্ম আমার। 

আমি এই গ্রামেরই মেয়ে, 

ধন্য আমি এই গ্রামে জন্ম নিয়ে। 


মাঠে মাঠে সবুজ ঘাস 

শিশির লেগে হাসে, 

এই গ্রামে কত স্মৃতি আমার 

সব যে মনে ভাসে। 


শরত ভরা মেঘলা আকাশ 

শিশির ভেজা ঘাস, 

রোজ সকালে শিউলি-বকুল 

ছড়ায় যে সুভাস। 


আমার গ্রামে ইছামতী 

বয়ে চলে নীরবধি, 

ভরা বর্ষায় নৌকা চলে 

ছুটে আসো, করে ইচ্ছে যদি। 


আমার গ্রামে শীতকালে 

বসে খেজুর রসের মেলা, 

বিকেল হলেই মাঠে দেখ 

জমে কিশোর দের খেলা। 


সবুজ পাতায় বইছে বাতাস 

প্রকৃতি সবুজ রঙ-এ আঁকা, 

রামধনু তার রঙ ছড়াচ্ছে 

যায় মেঘলা বেলায় দেখা। 



আফরিনা সুলতানা ঈশিতা 

আগলা, নবাবগঞ্জ, ঢাকা। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024