নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা দুবাই প্রবাসী মাসুদ আলমের অর্থায়নে শনিবার সকালে উপজেলার মোহাম্মদপুরে একাধিক আশ্রয় কেন্দ্রে ও বন্যার্তদের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।


প্রবাসী মাসুদ আলম দৈনিক দেশচিত্রকে বলেন, বন্যার কারণে নিম্ন আয়ের মানুষ থাকা এবং খাদ্য সংকটে ভুগছে,তাদের দুঃখ দুর্দশা দেখে আমার নিজস্ব অর্থায়নে প্রথম ধাপে দলমত নির্বিশেষে বন্যা দুর্গত ৫ শতাধিক মানুষকে ত্রাণ সামগ্রী দিয়েছি। পর্যাক্রমে অন্যান্য অঞ্চলেও ত্রাণ সামগ্রী পৌঁছিয়ে দেওয়া হবে।


তিনি এলাকার সামর্থ্যবান ব্যক্তিবর্গকে বন্যা দুর্গত মানুষের পাশে সাহায্য নিয়ে দাঁড়ানোর আহ্বান জানান।


ত্রাণ সামগ্রী বিতরণের সময় চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক আনিস আহমেদ হানিফসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024