|
Date: 2022-11-09 10:33:40 |
দো-জাহানের প্রিয় তুমি
আমার মোহাম্মদ,
খোদার প্রিয় তুমি রাসুল
মোরা তোমারই উম্মত।
শত আঘাতেও পাও না ব্যথা
ধৈর্য্য ধরে থাকো,
নিজ চিন্তা ছেড়ে দিয়ে
উম্মতের কথা ভাবো।
খোদার পরে তুমিই শ্রেষ্ঠ
তুমি আমার আপন,
রসুল ছাড়া একলা আমি
শূন্য লাগে ভূবণ।
ইমরান খান রাজ
শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, ঢাকা৷
ঠিকানাঃ নারিশা, দোহার-ঢাকা ১৩৩২, বাংলাদেশ।
© Deshchitro 2024