চাটখিল উপজেলার ৫ নং মোহাম্মদ পুর ইউনিয়নের নোয়াপাড়া, মাইজ্জাখালী, লক্ষ্মণপুর এলাকার প্রায় ৩ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে শাওন টাইলস এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শাওন টাইলস এর সত্ত্বাধিকারী সাংবাদিক রফিকুজ্জামান মাসুদ রানা গতকাল বিকেলে মুরি, চিড়া, বিস্কুট, চানাচুরসহ ৩ শতাধিক শুকনো খাবার বিতরণ করেন।
অতি বৃষ্টির কারণে নোয়াখালীর চাটখিল উপজেলার প্রায় সব এলাকা তলিয়ে যায়। এতে এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। ফলে তীব্র খাদ্য সংকট দেখা দেয়। তাই সাংবাদিক মাসুদ রানা অতীতের ন্যায় নিজের অর্থায়নে এসব দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছেন।
সাংবাদিক মাসুদ রানা বলেন, অতীতে নানা দুর্যোগে মানুষের পাশে ছিলাম, এখনো আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান। একই সাথে সকল দেশি- বিদেশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।