|
Date: 2024-08-26 10:24:27 |
চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিলে ৩৮,৩৯৯ টাকা জমা দিয়েছে।
রবিবার ২৫ আগস্ট সোনালী ব্যাংকের মাধ্যমে টাকাগুলো ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানায়-কুমিল্লা,ফেনী,নোয়াখালী সহ ১১টি জেলার মানুষ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।সরকারের আহবানে দেশের নানা শ্রেণি,পেশার মানুষ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে।
এরই অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এ অর্থ জমা দেওয়া হয়। শিক্ষার্থীরা গত কয়েক দিনে এসব টাকা মালুমঘাট এলাকা থেকে সংগ্রহ করেছেন।এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
এর আগে ৮ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের নির্দেশে মালুমঘাট শাখার কার্যক্রম শুরু হয়।
তারা ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম,মালুম ঘাট বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ, মন্দির পাহারা এবং দক্ষিণ চট্রগ্রামের খ্রীস্টানদের সবচেয়ে বড় কমিউনিটি মেমোরিয়াল ব্যাপ্টিস্ট উপসনালয় পাহারা দেয়। এসব কাজের জন্য সর্বমহলের কাছে প্রসংশিতও হয়েছে তারা ।
© Deshchitro 2024