|
Date: 2024-08-26 10:39:35 |
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ ও প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট তাদের বেতন থেকে বন্যার্ত মানুষদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ ও বন্যা শেষে পুনর্বাসনে আর্থিক সহায়তা চেক দুর্যোগ ব্যবস্থাপনা টিমের নিকট প্রদান করে।
দুর্যোগ ব্যবস্থাপনা টিম নিয়মিত রায়পুর অঞ্চলে কাজ করার পাশাপাশি আরেকটি টিম লক্ষ্মীপুরে বন্যাদুর্গত কমলনগর, রামগতি প্রত্যন্ত এলাকায় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করবে।
৪নং ইউপি সোনাপুর আশ্রয়কেন্দ্রে রাতের খাবার প্রস্তুত ও বিতরণ করে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের দুর্যোগ ব্যবস্থাপনা টিমের সাহসী সদস্যগণ।এভাবে প্রতিবেলা আশ্রিত মানুষগুলোকে খাবার পৌঁছে দিতে অন্তহীন চেষ্টা করছেন টিমের গর্বিত সদস্যগণ।
প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের দুর্যোগ ব্যবস্থাপনা টিম ৪ ও ৬নং ইউনিয়ন পরিষদ এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে। এক্স ফারুকীয়ান পরিবার এর পক্ষ থেকেও বন্যার্তদের উপহার প্রদান করা হয়।
© Deshchitro 2024