শ্যামনগরে দুবৃত্ত কর্ত্তৃক চিংড়ী ঘের দখল

 রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আওয়ামীলীগ দলীয় সাবেক এমপি আতাউল হক দোলনের চাচার ৬০বিঘা আয়তনের চিংড়িঘের দখল করে দিয়েছে একদল দুবৃত্ত।

 গত সোমবার  একদল দুবৃত্ত উপজেলার পদ্মপুকুর মৌজার উক্ত ঘের দখল করে। এঘটনায় ভুক্তোভোগী ঘের মালিক এস এম আফজালুল হক শ্যামনগর অঞ্চলের দায়িত্ব পালনরত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আফজালুল হকের অভিযোগ গত ২৪বছর ধরে নিজের ক্রয়কৃত ষাট বিঘা জমি নিয়ে তিনি চিংড়িঘের পরিচালনা করছেন। ইতোপুর্বে কোন সমস্যা না থাকা সত্ত্বেও আকস্মিকভাবে সোমবার দুবৃত্তরা ঘের দখল করে। তিনি আরও অভিযোগ করে বলেন ঘের দখলের পর থেকে তারা ঐ ঘেরের মাছ লুট শুরু করেছে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব দাস বলেন ঘের দখলের সাথে জড়িতদের অফিসে ডেকে পাঠানো হয়েছে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024