• রাফায়েতুল রাবিত : গত আগস্টের ৫ তারিখ জাতির উপর চেপে বসা দীর্ঘদিনের স্বৈরাচার সরকার প্রধান হাসিনা যখন পদত্যাগ করে পালিয়ে গেলেন। তিনি রেখে গেলেন দীর্ঘদিনের অব্যবস্থাপনা, সীমাহীন দুর্নীতি ও লাগামহীন অবিচারে পূর্ণ একটি সমাজ।


এরকম একটা সমাজে স্বৈরাচার পরবর্তী সময়ে দীর্ঘদিন ধরে অবিচারের স্বীকার হওয়া মানুষ নিজেদের দাবি-দাওয়া জানাবে নতুন সরকারের কাছে এটাই স্বাভাবিক। কিন্তু যে প্রক্রিয়ায় বিভিন্ন সংগঠন দাবি জানাচ্ছে তাতে রাজপথ অবরুদ্ধ হয়ে যাচ্ছে।


অনেক আশা নিয়ে ছাত্রজনতা যেই সরকারকে বসিয়েছে। সেই সরকার ঠিকমত কাজ করতে পারছে না। এভাবে কি আসলেও কোনো সমস্যার সমাধান হবে? এর একটা দীর্ঘমেয়াদি সমাধান করা জরুরি।


রাষ্ট্রসংস্কারের অংশ হিসেবে নতুন সরকার যদি এমন একটি ওপেন ডিজিটাল প্লাটফর্ম তৈরি করে, যে প্লাটফর্মে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে যেকোনো নাগরিকের যেকোনো সমস্যা দ্রুততম সময়ের মধ্যে আমলে নেওয়া হবে এবং তা সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগ বা মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। এমন অনেক সমস্যা হয়তো সেখানে উঠবে যার কোনো ভিত্তি নেই সেসব সমস্যা অত্যান্ত জবাবদিহিতার সাথে নাগরিককে বলে দেওয়া হবে।


এই প্লাটফর্ম একটি শক্তিশালী কমিশনের আওতায় থাকবে। রাষ্ট্রের সব নীতিনির্ধারকরা আলাপ আলোচনা করলে এমন একটি প্লাটফর্ম তৈরি করা খুব বড় ব্যাপার না।


লেখক : রাফায়েতুল রাবিত

শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024